কুবীর কসাই গংয়ের হুমকি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন
কুবীর কসাই গংয়ের হুমকি ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে স্থানীয় পত্রিকার সাংবাদিকদের নিকট উপস্থিত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, দীর্ঘ বছর সৌদি আবর প্রবাসী ছিলেন। বিদেশ যাওয়ার আগে থেকেই তিনি বাড়ির সাথে একটি মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন। সৌদি আবর যাওয়ার পরও তার দোকান পরিবারের লোকজন চালু রেখেছিলেন। কয়েক মাস আগে তিনি বিদেশ থেকে বাড়ি চলে এসে আবারও ব্যবসা শুরু করেন। এদিকে পূর্ব শত্রæতার জেরধরে কুবীর কসাই গং তাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছিল। গত ৯ নভেম্বর সন্ধ্যায় তিনি তার দোকানে বসে ছিলেনন। এসময় কবীর কসাই, শামীম, ডাবলু, লাল্টু, মিন্টু ও হান্নানসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র হাতে নিয়ে মুখ বেধে টর্চ লাইটের আলো জ্বালিয়ে তার দোকানে প্রবেশ করে। তারা ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। না দিলে জীবন নাশের হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, তিনি জীবন বাঁচাতে তাৎক্ষণিক দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা বের করে দেন । বাকী টাকার জন্য তারা ১৫ দিনের সময় দিয়ে যায়। টাকা দিতে না পেরে তিনি তার দোকানে বসতে পারছেন না। বর্তমানে মিজানুর রহমান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছেন । এ ব্যাপারে তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং আদালতে মামলা দায়েরর প্রস্তুতি নিয়েছেন ।
এমতাবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুষ্টু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন মিজানুর রহমান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে