কাগজ বিহীন জমি দাবীর কারণে আলমডাঙ্গার উদয়পুর জামে মসজিদের কাজ বন্ধ: প্রতিবাদ
গত ৬ অক্টোবর অনলাইন সাম্প্রতি ডট কম পত্রিকায় “ কাগজ বিহীন জমি দাবীর কারণে আলমডাঙ্গার উদয়পুর জামে মসজিদের কাজ বন্ধ” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জমি দাবীকারী ছানোয়ার হোসেন।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেছেন যে, অত্র তফসীল বর্ণিত জমি সি.এস ও এস.এ দলিল মুলে মালিক মৃত রবজেল মন্ডল। তিনি জীবত অবস্থায় ১৯৮৪ সালে ২১ শতক জমির মধ্যে ৯ শতক জমি মসজিদে দান করেন। রবজেল মন্ডল মৃত্যুর পর সি.এস ও এস.এ দলিল মূলে ওই জমির মালিক ছানোয়ার হোসেন।
আর এস রেকর্ডের বলে যাদেরকে মালিক দেখানো হয়েছে, তারা ওই জমির মালিক নয়। আর.এস রেকর্ডের বলে তারা আমার পিতা মৃত রবজের মন্ডলের নামের জমি মসজিদের নামে রেজিষ্ট্রি করে দিয়েছে। রেজিষ্ট্রি করে দেওয়ার পর জমিতে রাতের অন্ধকারে প্রাচীর দিয়ে ঘিরে নেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ তা ভেঙ্গে দিয়েছে। ছানোয়ার হোসেন ওই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
৭ ঘন্টা আগে