কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে আইজিপি'র সম্মাননা পেলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন
আলমডাঙ্গা বণিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন চুয়াডাঙ্গা জেলার কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে আইজিপি'র পক্ষ থেকে সম্মাননায় ভুষিত হয়েছেন।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হন। শনিবার সকালে জেলা প্রশাসক সাহিত্য মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা পুলিশ সুপার সম্মাননা ক্রেস্ট কামাল হোসেনের হাতে তুলে দেন।
কামাল হোসেন আলমডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর কোষাধ্যক্ষ ও আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার সকালে জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুৃলিশিং সদস্য কামাল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন মহোদয়ের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, ডিআইও-১ মোঃ জিহাদ হোসেন, ডিআইও-২ মোঃ সাইফুল হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য রেলি চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
২৩ ঘন্টা আগে