ঔষধ ভেবে ঘাস মারা বিষ পানে পিঠা বিক্রেতা মহিলার মৃত্যু
ঔষধ ভেবে ভুল করে ঘাস মারা বিষ পানে আলমডাঙ্গার ফরিদপুরের মনিরা খাতুন (৪০) নামের দরিদ্র পিঠা বিক্রেতার মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী।
মৃতের পরিবার জানিয়েছেন, গত ৫ ডিসেম্বর ৩ সন্তানের মা মনিরা খাতুন ভুল করে ঘাস মারা ঔষধ পান করে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্ কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৬ ডিসেম্বর রবিবার দুপুরে তার মৃত্যু ঘটে।
আলমগীর থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, বয়স খুব বেশি না হলেও দরিদ্র পিঠা বিক্রেতা নানা রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মধ্যেই তিনি বিভিন্ন রোগের জন্য ঔষধ খেতেন। গত ৫ ডিসেম্বর ঔষধ ভেবে ভুল করে ঘাস মারা ঔষধ পান করে অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। এ মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ করা হয়নি।
গ্রামসূত্রে জানা গেছে, বাদ আছর গ্রামের গোরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে