এরশাদপুর একাডেমিতে শিক্ষার্থীদের সুরক্ষায় সেমিনার : সচেতনতার আলো ছড়ালেন ওসি
এরশাদপুর একাডেমিতে আজ অনুষ্ঠিত হলো সচেতনতা সেমিনার, যেখানে শিক্ষার্থীদের অপরাধ, মাদক, ইভটিজিং ও অনলাইন প্রতারণা থেকে দূরে রাখার উপায় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি।
ওসি মাসুদুর রহমান বলেন, “বর্তমানে কিশোর প্রজন্ম নানা ঝুঁকির মধ্যে বেড়ে উঠছে। অনলাইন প্রতারণা, সাইবার বুলিং, মাদক বা অপরাধের ফাঁদে জড়িয়ে তারা ভবিষ্যৎ হারিয়ে ফেলতে পারে। স্কুল থেকেই যদি সচেতনতার পাঠ শুরু হয়, তবে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। পুলিশ প্রশাসন কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, সামাজিক দায়িত্বও পালন করে। এজন্য আমরা চাই—প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের মতবিনিময় ও সেমিনার হোক।”
এ ধরনের আয়োজনের গুরুত্ব সম্পর্কে শিক্ষক রাবেয়া খাতুন বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের জন্য প্রয়োজনীয় সঠিক দিকনির্দেশনাও দিতে হবে। অভিভাবক, শিক্ষক ও প্রশাসন একসঙ্গে কাজ করলে এই প্রজন্মকে অপরাধমুক্ত রাখা সম্ভব হবে।”
কেন প্রতিটি বিদ্যালয়ে জরুরি এ ধরনের আয়োজন? সচেতনতা গড়ে তোলা কেবল অপরাধ প্রতিরোধের মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার কার্যকর উপায়। নিয়মিত সেমিনার ও মতবিনিময় হলে কিশোররা ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখবে। পাশাপাশি শিক্ষক-অভিভাবক-প্রশাসনের মধ্যে সমন্বয়ও বাড়বে, যা দীর্ঘমেয়াদে একটি নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সহায়তা করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে