ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে আলমডাঙ্গায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। বৃহস্পতিবার সন্ধ্যায় আলিফ উদ্দিন মোড় থেকে মিছিল শুরু হয়ে '৭১ স্তম্ভ মোড় ঘুরে আবার আলিফ উদ্দিন মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সহ সম্পাদক রাকিব মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির নেতা মুসাব ইবনে শাফায়েত এবং এনসিপির প্রতিনিধি সালেহিন কাউনাইন।
এসময় মুসাব ইবনে শাফায়েত বলেন, ওসমান হাদীর উপর হামলা রাজনৈতিক প্রতিপক্ষকে দমিয়ে রাখার চেষ্টা। এটি কোনো ব্যক্তির উপর হামলা নয়, এটি গণমানুষের চেতনার উপর আঘাত। যারা এসব হামলার পেছনে আছে, তারা ভুলে গেছে—জনগণের শক্তিকে ভয় দেখিয়ে থামানো যায় না। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
এনসিপির সালেহিন কাউনাইন তার বক্তব্যে বলেন,
“এবি পার্টি, এনসিপি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জোট গণঅভ্যুত্থানের প্রশ্নে সবসময় এক সাথে কাজ করবে। ওসমান হাদীর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।”
সমাবেশ শেষে ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া করা হয়।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান কাজল, আরিফুল ইসলাম তুহিন, পার্থিব হাসান, রেজওয়ান ফাহিম, হাসান, শাকিবসহ স্থানীয় সাধারণ মানুষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে