আসাননগরের বৃদ্ধ সিরাজুলকে হেসো-বটি দিয়ে কুপিয়েছে ছেলে-বউমা
আলমডাঙ্গার আসাননগরের বৃদ্ধ সিরাজুল ইসলামকে হেসো-বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে নিজের ছেলে ও ছেলের বউ। গত ১ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসাননগরের সিরাজুল ইসলামের ২ ছেলে ও এক মেয়ে। মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে অবস্থান করছে।বড় ছেলে কর্মসূত্রে সস্ত্রীক যশোর থাকেন। বর্তমানে সিরাজুল ইসলাম স্ত্রীসহ বাড়িতে থাকেন। ছোট ছেলে শরিফুল ইসলাম ও তার স্ত্রী শারমিন আক্তার একই বাড়ি পৃথক থাকেন।
গত ১ অক্টোবর রাতে বৃদ্ধ সিরাজুল ইসলামের স্ত্রী তাদের নাতি ছেলে অর্থাৎ শরিফুল ইসলামের ছেলেকে ডাকেন দুধভাত খেতে। এ ঘটনায় শরিফুলের স্ত্রী শারমিনের সাথে বৃদ্ধ সিরাজুল ইসলামের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে শরিফুল হেসো ও তার স্ত্রী বটি দিয়ে সিরাজুল ইসলামকে কুপিয়েছে।
রক্তাক্ত জখম অবস্থায় তাকে প্রতিবেশিরা উদ্ধার করে প্রথমে শেফা ক্লিনিকে নিয়ে যায়। তার অবস্থা দেখে ডা. ইমরান কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করতে বলেন।
প্রতিবেশিরা জানান, বৃদ্ধ সিরাজুল ইসলামকে প্রায় তার ছেলে শরিফুল ও শরিফুলের স্ত্রী শারমিন প্রায় মারধর করে থাকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১ দিন আগে