আলময়াঙ্গায় বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের তাৎপর্য এবং ৫৩ বছরের আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা”
আলময়াঙ্গায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের তাৎপর্য এবং ৫৩ বছরের আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক মাথাভাঙ্গা ও ইভেন্ট পার্টনার ছিলেন সানমুন ইভেন্ট ম্যানেজমেন্ট। ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আলমডাঙ্গা হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হল লিয়াকত টাওয়ারে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আলমডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার। প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ শাফায়েতুল ইসলাম হিরো। এসময় প্রধান আলোচক শেখ শাফায়েতুল ইসলাম হিরো বিজয়ের তাৎপর্য বলতে গিয়ে যুগেযুগে বঙ্গীয় অঞ্চলের অসংখ্য বিজয় উদ্ধৃত করে বলেন, বারংবার বিজয় অর্জিত হয় আবার তা ম্নান হয়ে যায় পরবর্তী শাসক বা শোষকের হাত ধরে সুতরাং আমাদের ছাত্রজনতার বিপ্লব যেন কারো হাত ধরে ভূলন্ঠিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
পাশাপাশি খোলাফায়ে রাশেদীনের বিপ্লব এবং বিজয় আদর্শ হিসাবে তুলে ধরেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক প্রভাষক মুস্তাফিজুর রহমান তসলিম। বিশেষ অতিথি ছিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক কমিটির সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, লিয়াকত টাওয়ারের সত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, রুপালী ব্যাংক আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক আব্দুল খালেক, আলমডাঙ্গা নাগরিক কমিটির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি ড. এ. কে. এম আব্দুর রহমান।
নওলামারী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুস সাহিন শাহিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক কমিটির কোষাধ্যক্ষ সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নওলামারি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সামসুল আরেফিন, আলমডাঙ্গা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম পিন্টু, শিক্ষক বেলাল হোসাইন, জিয়াউল হক জুয়েল, আবু তালেব, পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১ দিন আগে