আলমডাঙ্গা বণিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামালকে সংবর্ধণা
আলমডাঙ্গা বণিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক কামাল হোসেনকে সংবর্ধণা দিয়েছে আলমডাঙ্গা শহরের হাজী মোড়ের ব্যবসায়িরা। গতকাল সন্ধ্যায় তাকে ব্যবসায়ি সমাজের পক্ষ থেকে এ ফুলেল সংবর্ধণা জ্ঞাপন করা হয়।
এ সময় সংবর্ধিত বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, আলমডাঙ্গা বণিক সমিতি শুধু ব্যবসায়িদের স্বার্থই রক্ষা করবে না, শহরের মানুষের জীবন মানের উন্নয়নে কাজ করে যাবে। ভোক্তা অধিকারকে অগ্রাধিকার দেবে। এ বণিক সমিতি আলমডাঙ্গার মানুষের জন্য কল্যাণকর সংগঠণ হিসেবে মানুষের বিশ্বাস অর্জন যাতে করতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি আক্তারুজ্জামান দুলু, মাবুদ হোসেন,মিজানুর রহমান, পিন্টু, আনোয়ারুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শওকত আলী,সুদেব কুমার, পটল আলী, মতিয়ার রহমান মতি, আসাদুজ্জামান আশা, আফাজ উদ্দীন, শিলু, হাজী মতিয়ার রহমান প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে