আলমডাঙ্গা প্রাণী সম্পদ অফিসের শহিদুল ইসলাম করোনা মুক্ত হওয়ায় ফুলেল শুভেচ্ছা
আলমডাঙ্গা উপজেলার প্রাণী সম্পদ অফিসের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম করোনা মুক্ত হওয়ায় অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়েছে।
২৪ আগস্ট দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির অফিসে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. মো: শাহাদৎ জামান আল বেলাল, ডা. মো: শরিয়তুল্লাহ, নাসির উদ্দিন, আবুল কাশেম, মোছাব আলী, সোহাগ হোসেন, হযরত আলী, জোবাইদা নাহার, সালিন হোসেন, আব্দুল আলীম, সোহাগ ভট্টাটার্য। শহিদুল ইসলাম বেশ কয়েকদিন অসুস্থ্য থাকার পর গত ৭ তারিখে করোনা নমুনা দিয়ে ১০আগস্ট তার রেজাল্ট পজেটিভ আসে।
পুনরায় নমুনা দেওয়ার পর ২৩ তারিখে তার রেজাল্ট নেগেটিভ আসলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্র দেওয়ায় অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে।