আলমডাঙ্গা পৌর শহরের কাছারি বাজার জামে মসজিদে সামনের কাতারে যাওয়া নিয়ে মারামারি
আলমডাঙ্গা পৌর শহরের কাছারি বাজার জামে মসজিদে সামনের কাতারে যাওয়া নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুসল্লীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে মুসল্লীরা মসজিদে বসে ইমামের খুতবা শুনছিলেন। এসময় আব্দুল মালেক নামের এক মুসল্লী পেছন থেকে সামনের কাতারে যাওয়ার চেষ্টা করেন। সামনের কাতারে যেতে বাবু নামের একজনের গায়ে আঘাত করেন আব্দুল মালেক। এতে বাবু নানা কথা বলে চরম বিরক্তি প্রকাশ করতে থাকেন। আব্দুল মালেকসহ অন্যেরা চুপ থাকতে বললেও বাবুর বিরক্তি প্রকাশ আরো চরম পর্যায়ে পৌছে।
এনিয়ে মসজিদের ভেতরই হট্টগোলের মত শুরু হয়। আব্দুল মালেকে পক্ষ নেয় মসজিদে থাকা তার ছেলে। এক পর্যায়ে বাবুকে মসজিদের বাইরে গিয়ে কথা বলতে বলেন মুসল্লীরা। বাবু মসজিদের বাইরে এলে মালেকের ছেলে বাবুর ওপরে ঝাপিয়ে পড়ে। তাকে কিল-ঘুষি মারতে থাকে। এঘটনায় মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। তারা অহেতুক এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করতে থাকেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১২ ঘন্টা আগে