আলমডাঙ্গা পৌর ছাগলের হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা
সরকারি বেধে দেওয়া আদেশ অমান্য করে টোল আদায় করায় আলমডাঙ্গা পৌর ছাগলের হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর ছাগলের হাট এলাকার সবচেয়ে বড় হাট। এ হাটে সপ্তাহে দুদিন ছাগল কেনাবেচা হয়। ঈদুল আযহাকে সামনে রেখে হাটে টোল আদায়ের রেট বেধে দেয় প্রশাসন। গরু/মহিষ ক্রেতা ৩০০ ও বিক্রেতা ৩০০ টাকা এবং ছাগল ক্রেতা ৭০ ও বিক্রেতা ৭০ টাকা টোল হাট ইজারাদার আদায় করতে পারবে ।
আলমডাঙ্গা উপজেলার কোন পশু হাটে নির্ধারিত টাকার অতিরিক্ত হাসিল আদায় করা হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করার জন্য জানান। এরই ভিত্তিতে বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌল ছাগলের হাটে ক্রেতা-বিক্রেতার নিকট থেকে বেশি টোল আদায় করলে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান। পরে উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস পৌর ছাগলের হাটে উপস্থিত হয়ে হাট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১২ ঘন্টা আগে