আলমডাঙ্গা পৌরসভার নির্মাণাধীন ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে মানববন্ধন
আলমডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন সরকারি ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঠিকাদারি অব্যবস্থাপনার অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। ২০ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় পৌর এলাকার আনন্দধাম রোডে নির্মাণাধীন ড্রেনের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ড্রেন নির্মাণকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ড্রেন নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া কোথাও কোথাও রাস্তার সাথে সমন্বয় না রেখে ২০ ইঞ্চি, ১০ ইঞ্চি ও ৫ ইঞ্চি পর্যন্ত ড্রেন উঁচু করে নির্মাণ করা হয়েছে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বক্তারা আরও বলেন, নির্ধারিত নকশা ও প্রকৌশল বিধি না মেনে কাজ করায় ভবিষ্যতে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে। বর্ষা মৌসুমে ড্রেনটি কার্যকর না হলে পুরো এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন আনন্দধাম নাগরিক উন্নয়ন কমিটির সহ-সভাপতি বাবলু মাস্টার, সোহারব উদ্দিন, রেজাউল মাস্টার, আবুল কাসেম, বিপ্লব, শহিদুল মোল্লা, সাবেক কাউন্সিলর ইলিয়াস হোসেন, জাহিদ হোসেন শুভ, রাসেল, শান্ত, সোহাগসহ আনন্দধাম এলাকার সাধারণ মানুষ।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক পান্না আক্তার বলেন- নির্মাণাধীন ড্রেনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। ড্রেনের কাজ বন্ধ রাখা জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রকৌশল বিভাগ দিয়ে কাজের মান যাচাই করা হবে। যদি কোনো অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে