আলমডাঙ্গা নগর বোয়ালিয়া গ্রামে এক কৃষক ভুট্টার গোডাউন থেকে মারলেন ৪৫ টি ইঁদুর
হাটবোয়াালিয়া প্রতিনিধি : আলমডাঙ্গা নগর বোয়ালিয়া গ্রামের মঞ্জিল ফরাইজীর বাড়ির ভুট্টার গোডাউন থেকে ৪৫টি ইঁদুর মেরেছে কৃষক আজিজুল হক। ১ নভেম্বর রবিবার দুপুর নগরবোয়ালিয়া গ্রামের কৃষক আজিজুল হক তার ভুট্টা বিক্রয় করার সময় তিনি ইদুরগুলো মারেন।
জানাগেছে, উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের মঞ্জিল ফরাইজীর ছেলে আজিজুল হক বাড়ী নিজের আবাদি ফসল ভূট্রা বিক্রয় না করে গোডাউনে সংরক্ষণ করে রেখেছিলেন। বেশ কিছুদিন পরে তিনি গোডাউনে প্রবেশ করে ইঁদুরের উৎপাত বুঝতে পারেন।
পরে প্রতিবেশিদের সহযোগিতায় একসাথে ৪৫টি ইঁদুর মারতে সক্ষম হয় এবং অর্ধশত ইঁদুর পালিয়ে যায়। একসাথে অনেক ইঁদুর মারায় মঞ্জিল ফরাজীর বাড়িতে উৎসুক জনতার ভিড় জমায়। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা জুলহাসউদ্দীন জুয়েল উপস্থিত থেকে ইঁদুর ধ্বংস করেন। তিনি বলেন সব ইঁদুর ধ্বংস করা সম্ভব হয়নি পরবর্তীতে মারার জন্য চেষ্টা করবো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১৫ ঘন্টা আগে