আলমডাঙ্গা থানাপাড়ায় মানুষ শূন্য বাড়িতে চুরি
আলমডাঙ্গা থানাপাড়ায় মানুষ শূন্য বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক দীর্ঘদিন ধরে না থাকার সুযোগে চোরচক্র এ ঘটনা ঘটিয়েছে। বাড়ি মালিকের মৃত্যুর পর ৩ ছেলে ঢাকাতে থাকে। ছেলেরা মাঝে মাঝে বেড়াতে আসে। যাওয়ার সময় বাড়িতে তালা দিয়ে চাবী প্রতিবেশির নিকট রেখে যান।
জানাগেছে, আলমডাঙ্গা থানাপাড়ার মরহুম মোতাহারুল ইসলাম টুকু বেশ কয়েক বছর আগে মারা গেছেন। তার ৩ ছেলে ঢাকায় চাকুরী করে। চাকুরীর সুবাধে সবাই ঢাকাতে বসবাস করে। মাঝে মাঝে বাড়িতে এসে কয়েকদিন থেকে আবার চলে যান। বেশ কিছুদিন আগে মেজো ছেলে শান্তন বাড়িতে আসছিলেন। তিনি বাড়ির মেইন গেইটটা ঠিকে করে কয়েকদিন পর তিনি আবার ঢাকায় চলে যান। বাড়িতে কেউ থাকে না। তালা মারাই থাকে। চাবীটা প্রতিবেশি মিন্টুর নিকট থাকে। মিন্টু মাঝে মাঝে তালা খুলে বাড়ি দেখাশুনা করে।
শুক্রবার সকালে প্রতিবেশি তালা খুলে প্রবেশ করে দেখতে পায় সর্বনাশ। ঘরের শোকেচ, ওয়ারড্রাপ, বাক্স ভাংচুর করে মালামাল নিয়ে গেছে। ঘরের ফ্যান, পানি উঠানো মোটর, ফ্রিজের কিছু ইকেট্রনিক্স মালামাল চুরি করে নিয়ে গেছে। সুযোগ সন্ধানী চোরচক্র বেশ কয়েকদিন ধরে ওই বাড়িতে চুরি করেছে। মিন্টু দেখতে পান রান্না ঘরের ভেন্টিলিটার ভেঙ্গে প্রবেশ করেছে।
অনেকে ধারনা করেছেন বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরচক্র আরামে এ চুরি সংঘটিত করেছে। বাড়ির পিছনের দরজা দিয়ে চোরচক্র বেড়িয়েছে মনে অনেকে ধারনা করছেন। এ চুরির বিষয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে