আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণার প্রস্ততি সভা
চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে ঘোষণার করণীয় নির্ধারণে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ওই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লািিহল কাফি, শিক্ষা অফিসার শামসুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সোরোয়ার মিঠু, পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আলমডাঙ্গা উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে। সরকারের যেকোনও সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বও থাকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। দেশ থেকে মাদক নির্মূল করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসন তৎপর থাকবে। মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা অব্যাহত রাখা হবে। জেলা প্রশাসক সার্বিক মাদকমুক্ত অভিযান তত্বাবধান করবেন।
প্রসঙ্গত, দেশের প্রতিটি জেলায় কমপক্ষে একটি উপজেলাকে ‘মাদকমুক্ত উপজেলা’ ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এরইমধ্যে জেলা প্রশাসন আলমডাঙ্গা উপজেলাকে বেছে নিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় দেশের প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন।