আলমডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন
আলমডাঙ্গায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য র্যালি এবং পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা সমবায় অফিসার মমতা বানু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভ‚মিকা অপরিসীম। সমবায়ই পারে গ্রামীন অর্থনীতিকে শক্তিশালী করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল। বিআরডিবি চেয়ারম্যান বিপ্লব হোসেন মাস্টারে উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় সমবায় শিল্প সমিতির সভাপদি মহি উদ্দিন, সদস্য গোলাম মোস্তফা, মেহেদি হাসান ডাবলু, আনিসুর আলী, বিশ্বাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রানা আহমেদ লাবলু, দুর্গাপুর পানি ব্যবস্থাপনা সমিতির রাজিয়া খাতুন, ভাংবাড়িয়া পানি ব্যবস্থাপনা সমিতির মজিরুল ইসলাম, অন্যান্য সমিতির সভাপতি সম্পাদকের মধ্যে শামিমা খাতুন, আকলাকুর রহমান, আশিকুর রহমান, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সাহারুল ইসলাম, সরদার মাসুদ রানা, অফিস সহকারি হাসেম আলী, ইকবাল উপজেলা বিভিন্ন সমিতির সদস্যরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে