আলমডাঙ্গায় ২০ বোতল ফেনসিডিলসহ জীবননগরে দুই মাদক ব্যবসায়ী আটক
আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ জীবননগরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ২৬ অক্টোবর সন্ধ্যার পর মুন্সিগঞ্জ বাজারের নীলার বাড়ির সামনে থেকে তাদের দু'জনকে আটক করে।
জানা গেছে, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের পশ্চিমপাড়ার মৃত মাহতাব আলি ছেলে রিপন ওরফে নাগর (২৮) ও একই উপজেলার লক্ষ্মীপুর খাস পাড়া গ্রামের রবজেল আলীর মেয়েশিল্পী খাতুন ২৫ । এরা দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় পাইকারি দরে ফেনসিডিল বহন করে পৌঁছে দিয়ে যায়।
২৬ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ ক্যাম্পের ইনচার্জ আছের আলী মুন্সিগঞ্জ বাজারের নীলার বাড়ির সামনে থেকে রিপনও শিল্পীকে আটক করে।
আটকের পর তাদের নিকট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। রাতেই শিল্পী ও রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১৪ ঘন্টা আগে