আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণের উৎসব
প্রাণের উচ্ছ্বাসে মুখর ছিল আলমডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। ২০ আগস্ট বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গায় জাতীয়দাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি সৈয়দ বিলাশ, মিজানুর রহমান।
আলমডাঙ্গার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালেদ সালেহিন রাজু ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব জাকারিয়া ইসলাম শান্ত'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায় কামরুল ইসলাম বিশ্বাস হিমেল,স্বেচ্ছাসেবক দল নেতা আবুল বাশার বাদসা, সাজ্জাদ হোসেন সজীব, জনি আহম্মেদ, উজ্জল হোসেন, শিপন আহম্মেদ, আশাদুল হক , আলম, শিপন, এরশাদ, হাসান, মামুন, জুলু, রাকিবুল, হাসান, আজাদ প্রমুখ। এছাড়াও আলমডাঙ্গা উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এহসানুল হক স্বরাজ বলেন, “১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপির আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
র্যালি শুরুর আগে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর করে তোলে শহরের হাই রোড। আয়োজন প্রাণের স্পন্দনে ভরপুর ছিল সমগ্র কর্মসূচি। আনন্দঘন পরিবেশে কেক কাটা ও স্লোগানধ্বনির মধ্য দিয়ে শেষ হয় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে