আলমডাঙ্গায় সহকারী কমিশনার (ভূমি)“র পরিচয়ে বিভিন্ন ইটভাটা ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি
আলমডাঙ্গায় সহকারী কমিশনার (ভূমি)“র পরিচয় দিয়ে অজ্ঞাত প্রতারকচক্র বিভিন্ন ইটভাটা ও ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করেছে। সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নিজের ফেসবুক টাইম লাইনে ও উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক টাইম লাইনে স্ট্যাটাস দিয়ে সকলকে এ বিষয়ে সতর্ক করেছেন। গতকাল ২৪ আগস্ট ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির এ তথ্য পাওয়া যায়।
এ বিষয়ে এসি (ল্যান্ড) আশীষ কুমার বসু দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন যে, প্রতারকচক্র এসি (ল্যান্ডের) পরিচয় দিয়ে ০১৭০৪০৯৫৩০২ নাম্বার মোবাইল সিম থেকে রিং দিয়ে বিভিন্ন ইটভাটা ও ব্যক্তির নিকট চাঁদা দাবি করেছে। ঘটনাটি যে প্রতারণা সেটি অনেকেই বুঝতে পেরে তা এসি (ল্যান্ড) কে অবহিত করেছেন।
এসি (ল্যান্ড) সবাইকে এ ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্ক থাকার এবং কোন প্রকার লেনদেন না করার জন্য অনুরোধ করেন। প্রশাসনের নামে কেউ চাঁদা চাইলে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনি কে জানাতে অনুরোধ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১০ ঘন্টা আগে