আলমডাঙ্গায় ষড়যন্ত্রমূলক অডিট ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশ
আলমডাঙ্গায় ষড়যন্ত্রমূলক অডিট পরিচালনার উদ্যোগ ও ডিওআই-এর ঘুষ বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা গেট চত্বরে আলমডাঙ্গা উপজেলা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষা আন্দোলনে নেতৃত্ব প্রদান ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি ঘোষণার কারণে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলসেন কাদেরিয়া কালিম (মাস্টার্স) মাদ্রাসায় উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলকভাবে অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে শিক্ষক সমাজের ন্যায্য আন্দোলনকে দুর্বল করার এবং নেতৃত্বকে দমিয়ে রাখার অপচেষ্টা বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, ডিওআই-এর দীর্ঘদিনের ঘুষ বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে রেখেছে। অডিটের নামে হয়রানি বন্ধ না হলে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে জেলা-উপজেলা পর্যায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
সমাবেশে প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, সহকারি অধ্যাপক আসিফ জাহান, আশরাফুল আলম, আকলিমা খাতুন, মহসিন কামাল, মিরাজুল ইসলাম, আলমগীর কবীর, ফারুক হোসেন, আকরাম হোসেনসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।