আলমডাঙ্গায় র্যাবের অভিযানে মাদকসহ আটক ২
আলমডাঙ্গায় মেহেরপুর র্যাব-১২, সিপিসি-৩ এর অভিযানে বাজারে বিক্রয় নিষিদ্ধ ৪৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২২ আগস্ট) দিনগত ভোর রাতে উপজেলার ওসমানপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন ওসমানপুর গ্রামের হরিবার রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩২) এবং প্রাগপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে স্বপন আলী (২৭)। তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারের সময় তরিকুল ইসলামের কাছ থেকে ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং স্বপন আলীর কাছ থেকে ২২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-১২, সিপিসি-৩ এর একটি সূত্র জানায়, হাটবোয়ায়িলা এলাকায় নিয়মিত ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওসমানপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও গাঁজা মজুদ রেখেছে। এ সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে র্যাব-১২ সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে