আলমডাঙ্গায় রহস্যজনকভাবে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলমডাঙ্গা উপজেলার চিলাভল্কি গ্রাম থেকে এক সন্তানের জননী তানজিলা খাতুনের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করেছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনা ঘেেটছে ৬ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১২টার দিকে। খবর পেয়ে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত তানজিলা চুয়াডাঙ্গা সদর উপজেলার ভান্ডারদহ গ্রামের মৃত আছান আলীর মেয়ে। পিতার মৃত্যুর পর থেকে তিনি নানা তৈয়ব আলীর বাড়িতেই বড় হন। প্রায় দুই বছর আগে তানজিলার বিয়ে হয় আলমডাঙ্গার জাহাপুর-চিলাভল্কি গ্রামের রাহেন আলীর ছেলে রুমান আলীর সঙ্গে। তাদের ১০ মাসের এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের নানা তৈয়ব আলী অভিযোগ করে বলেন, “আমার নাতনীকে হত্যা করে উড়না দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আত্মহত্যার নাটক সাজাতে রাতেই মরদেহ থানায় পাঠানো হয়েছে।”
তানজিলার দুলাভাই মিরাজুল জানান, “তানজিলা তার স্বামীর বাড়িতে ভালোভাবে থাকত না। স্বাধীনতাও পেত না। তার স্বামী রুমান কিছু আনতে বললেও এনে দিত না।”
অন্যদিকে নিহতের স্বামী রুমান দাবি করেন, “আমি গ্রামের একটি গরুর ফার্মে কাজ করি। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ি। ঘটনার দিন ঘরের দরজা খোলাই ছিল। রাত ১২টার দিকে আমার মা আমাদের সন্তানকে দিতে গিয়ে ঘরে ঢুকে দেখে তানজিলা গলায় উড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। চিৎকার শুনে আমি টের পায়। আমার বাবা,মা,ভাইসহ অন্যান্যদের সহযোগীতায় তাকে নামাই। ততক্ষণে মারা যায়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম) জানান, ঘটনার পারিপার্শ্বিকতায় প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মূলক প্রতিয়মান হলেও ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। গৃহবধুর পরিবারের পক্ষ থেকে সংবাদ প্রাপ্তি সাপেক্ষে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। মরদেহের সুরতাহাল সম্পন্ন করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে