আলমডাঙ্গায় যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুবেন্দ সাহা ও শাওন গ্রেফতার
আলমডাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুবেন্দ সাহা ও শাওনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে উদ্ধার করেছে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা। ৫ সেপ্টেম্বর হাউসপুর ব্রিজ টু সাদা ব্রিজ যাওয়ার সড়কের রাস্তার উপর থেকে তাদে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা কলেজপাড়ায় বসবাসকারী শ্রী শ্যামল কুমার সাহার ছেলে সুবেন্দ সাহা(৩০) ও হাউসপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শাওন (২৮) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সুবেন্দ সাহা ও শাওনের নামে থানায় মাদক মামলা রয়েছে। তবে সুবেন্দ সাহার নামে একাধিক মাদক মামলা আছে। পুলিশ মাদকসহ তাদেরকে কয়েকবার গ্রেফতারও করেছে। তারা জামিনে মুক্তি নিয়ে বাড়ি এসে আবারও মাদক ব্যবসা শুরু করে।
৫ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্প ও আলমডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের নিকট থেকে উদ্ধার করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ টাকা। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে