আলমডাঙ্গায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডিজিটাল যুগে আর্থিক লেনদেনে মোবাইল ব্যাংকিং ব্যবসা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এ খাতের ব্যবসাকে আরও সুষ্ঠু, নিরাপদ ও কার্যকর করার লক্ষ্যে আলমডাঙ্গায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এজেন্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের হাজী মোড়স্থ লায়লা কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়। সভায় আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে গ্রাহক সেবা উন্নয়ন, প্রতারণা প্রতিরোধ, লেনদেনের নিরাপত্তা, কমিশন কাঠামো, গ্রাহক আস্থা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
সভায় সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান দুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা হায়দার আলী, লিটন হোসেন, নিজাম উদ্দিন, শফিউল হাসান, মামুন, আলম হোসেন, সাধারন সম্পাদক বিল্লাল হোসেন।
সহ-সভাপতি বেলাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহসাধারন সম্পাদক সুমন হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সায়েম লিপু, সহসাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, ধর্মসম্পাদক আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান ডাবলু, প্রচার সম্পাদক ভোলা, কোষাধ্যক্ষ আশরাফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক রাজিবুল, সহ ধর্ম সম্পাদক হিন্দু শ্রী মিঠুন কুমার প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে মোবাইল ব্যাংকিং ব্যবসা শুধু অর্থ লেনদেনেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ও সাধারণ মানুষের জীবনকে সহজ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই এ খাতের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিত্যদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সংগঠনের মাধ্যমে সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করেন তারা। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে