আলমডাঙ্গায় মোটরযান অধ্যাদেশ আইনে ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় মোটরযান অধ্যাদেশ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ২৮ ডিসেম্বর দুপুরে আলমডাঙ্গা সহকারি কমিশনার ভ‚মি নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের আলমডাঙ্গা পৌর বাসটার্মিনালের নিকট মোটর সাইকেল অধ্যাদেশ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মোটর সাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ব্যবহার না করার অপরাধে ৫ জনকে জরিমানা করেন।
জরিমানা প্রদানকারি ব্যক্তিরা হলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের বায়পাড়ার ফকির চাঁদের ছেলে মাসুদ রানাকে ২ হাজার ৫শ টাকা, আলমডাঙ্গা উপজেলার সোনাতনপুর গ্রামের আশাদুল হকের ছেলে রাকিবুল ইসলামকে ২ হাজার টাকা, মাদরহুদা গ্রামের ইউনুস আলীর ছেলে নাজমুল হককে ২ হাজার টাকা, যাদবপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে আলামিনকে ২ হাজার ৫শ টাকা, মধুপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে রবিকে ১ হাজার টাকা জরিমানা করেন।
পরে সকলে জরিমানার টাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে যান। এসময় আলমডাঙ্গা থানার এএসআই পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে