আলমডাঙ্গায় মাদক সেবন করে অপরাধে যুবকের জেল জরিমানা
আলমডাঙ্গায় মাদক সেবন করে প্রতিবেশিদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে পুরাতন পাঁচলিয়ার রাজবুল ইসলামকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। ২১ মার্চ শুক্রবার উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, উপজেলা জামজামি ইউনিয়নের পুরাতন পাচলিয়া গ্রামের মৃত তৈয়ব আলী ছেলে রাজবুল ইসলাম(৩৬) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। বর্তমানে সে মাদক দ্রব্য সেবন করে পরিবারসহ প্রতিবেশিদের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছিল। শুক্রবার জামজামি ক্যাম্প পুলিশের এসআই সঞ্জিত কুমার সাহা অভিযান চালিয়ে মাদক দ্রব্যসেবন কালে তাকে আটক করে উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসুকে সংবাদ প্রদান করেন।
সংবাদ পেরে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে রাজবুল ইসলামকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। গতকালই তাকে কারাগারে প্রদান করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে