আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা
আলমডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানে ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। ২০ মে মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা বাজারে উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
জানাগেছে, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু সেনাবাহিনী একটি টিম ও পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানকে সাথে নিয়ে আলমডাঙ্গা শহরের বিভিন্ন মার্কেটে বাজার মনিটরিং করেন। এসময় তিনি মাছ বাজারের মেসার্স বিসমিল্লাহ ফিসের দোকানে মাছের মূল্য ও বাইরে থেকে ক্রয়কৃত মাছে রশিদ দেখাতে বলেন। দেখানে না পারায় মালিক আব্দুল মজিদকে ৬ হাজার টাকা জরিমানা করেন। একই স্থানে মাছ ব্যবসায়ী নূর ইসলাম বাইরে থেকে ক্রয়কৃত মাছে রশিদ দেখাতে না পারায় ২ হাজার টাকা জরিমানা করেন। মাছ ব্যবসায়ী জিন্না ফুটপাথ দখল করে মাছ বিক্রয় ও মাছের মূল্য তালিকা দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। মাছ বাজার এলাকায় তৈরী পোশাক বিক্রেতা লুকআপ নাম একটি দোকানে ডিএল লাইনেন্স ও পোশাক ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দোকানের ম্যানেজার আব্দুল সালামকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
এসময় তিনি বলেন, কোন ব্যবসায়ী ফুটপাথ দখল করে ব্যবসা করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। প্রত্যেক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের মালামাল ক্রয়ের রশিদ নিয়ে রাখবেন। প্রত্যেক মালের মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে দেবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে