আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ডাদেশ
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী অফিসার হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানোতে পারেন যে পোয়ামারী গ্রামের পুকুরপাড়ের নির্জনে কিছু ব্যক্তি নিয়োমিতভাবে মাদকসেবন করেন। এ তথ্যের ভিত্তিতে বিকেলে আলমডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থুলে অভিযান পরিচালনা করে ৩ মাদকসেবীকে আটক করেন। এরা হলেন পোয়ামারী গ্রামের মৃত বুদুই সর্দ্দারের ছেলে হায়দার আলী (৪০), মৃত আব্দুল আজিজের ছেলে হাবিবুর রহমান (৪০) ও আব্দুল মালেকের ছেলে সাগর আলী (৩০)।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হায়দার আলী ও হাবিবুর রহমানকে ১ মাস করে এবং সাগর আলীকে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
৭ ঘন্টা আগে