আলমডাঙ্গায় ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপে দুইটি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে দুইটি প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১০ আগস্ট দুপুরে শহরের আনন্দধাম সড়কের মডার্ন বেকারি ও রাজধানী ক্যাফে এন্ড চাইনিন্স রেস্টুরেন্টে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর আলমডাঙ্গায় যৌথ অভিযান পরিচালনা করেন। শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল আলমডাঙ্গা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিনে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মডার্ন বেকারিতে ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপ পাওয়ায় বেকারির মালিক ফিরোজ হোসেনকে ভোক্তাধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭,৩৮,৩৯ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এরপর আলমডাঙ্গা সরকারি কলেজ রোডে রাজধানী ক্যাফে এন্ড চাইনিন্স রেস্টুরেন্টে ভোক্তাধিকার বিরোধী কার্যকলাপ ও লাইসেন্স না থাকা মালিক মিরাজুল ইসলামকে একই আইনে ৬ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে