আলমডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন
আলমডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এ জন্মজয়ন্তী পালন করা হয়।
কবি কহন কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক পিন্টু রহমান, গল্পকার মুস্তাফিজ ফরায়েজী ও কবি আতিকুর ফরায়েজী। বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর আলোচনার পাশাপাশি কবির লেখা কবিতা পাঠ করেন। তারা উল্লেখ করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে হলে অবশ্যই রবীন্দ্রসাহিত্যের মর্মকথা অনুধাবন করতে হবে। কেননা তিনি শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যের ও দিকপাল।
জাকারিয়া হায়দার শুভ্রর উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গবেষক ও মানবাধিকারকর্মী খাইরুল ইসলাম, শাহরিয়ার জাহাঙ্গীর, হারুন অর রশিদ আকাশ, রাশেদ কিরণ এবং রাকিব উদ্দিন রনি।