আলমডাঙ্গায় বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৮ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৮জনকে গ্রেফতার করেছে। ২২ জুলাই মঙ্গলবার থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গতকালই তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
জানাগেছে, উপজেলার হাকিমপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে রিপন আলী(৩৫), ভালাইপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে ফারুক হোসেন(৩৫), বলেশ্বরপুর গ্রামের মৃত আজিজুল মন্ডলের ছেলে জামিরুল ইসলাম(৪২), বক্সিপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে মাদক মামলার আসামী সুজন আলী(৩৪), পৌর এলাকার রাধিকাগঞ্জের মৃত শাহাজাহানের ছেলে মাদক মামলার আসামী সোহেল মিনহাজ(৩৫), গোবিন্দপুর মন্ডলপাড়ার মোসলেম আলীর স্ত্রী কুলছুম খাতুন, ভাংবাড়িয়া গ্রামের টুটুল আলীর স্ত্রী চম্পা খাতুন(৩০), বিএনপির পদযাত্রায় হামলা ও বোমা হামলা মামলার আসামী ভেদামারি গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে আওয়ামীলীগ নেতা মিনহাজ উদ্দিন(৬৬)। এ সকল আসামীর নামে আদালতে ও থানায় মামলা হয়। অনেকে আদালতে হাজিরা না দেওয়ায় চলমান মামলায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এছাড়া মিনাজ উদ্দিন মামলার তদন্তে প্রাপ্ত আসামী। আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা থানা ও ক্যাম্প পুলিশের অফিসার ফোর্স পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে