আলমডাঙ্গায় বিদ্যূতস্পৃষ্ট হয়ে ২ বছরের শিশু ও এক যুবতি মৃত্যুশয্যায়
আলমডাঙ্গায় বিদ্যূতস্পৃষ্ট হয়ে ২ বছরের শিশু ও এক যুবতি এখন মৃত্যুশয্যায়। ১৮ আগস্ট সন্ধ্যায় বাড়ির ছাদে খেলতে গিয়ে শিশুটি বিদ্যূতস্পৃষ্ট হয়। সে সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে নদী খাতুন নামের এক যুবতি বিদ্যূতস্পৃষ্ট হয়।
জানা গেছে, ১৮ আগস্ট সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ঠান্ডু উদ্দীনের মেয়ে নদী খাতুন (২২) প্রতিবেশি কাউসার আলীর ২ বছরের শিশুপুত্র নাঈম হোসেনকে নিয়ে নিজেদের ঘরের ছাদে যান।
শিশু নাঈম খেলতে খেলতে ছাদের পাশে থাকা বিদ্যূতের লাইনের তারে হাত দিলে সে বিদ্যূতস্পৃষ্ট হয়। দ্রুত ছুটে গিয়ে নদী খাতুন শিশুটিকে জড়িয়ে ধরে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যূতস্পৃষ্ট হন।
তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সংবাদ লেখা অবধি তাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে