আলমডাঙ্গায় বিএসটিআই“র সিএম লাইসেন্স না থাকায় দুইটি বেকারিকে অর্থদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে (পণ্যের মান নিয়ন্ত্রন) বিএসটিআই“র সিএম লাইসেন্স না থাকায় দুইটি বেকারিকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৯ নভেম্বর দুপুরে আলমডাঙ্গার সহকারি কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার তারিকুল ইসলাম (সিএম)।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা গ্রামের মেসার্স রাসেল ফুড ও পারকুলা গ্রামের মেসার্স লিটন ফুড নামক দুটি বিস্কুট ফ্যাক্টারি(বেকারি) দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। ৯ নভেম্বর আলমডাঙ্গা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুসারে উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকুলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে মোনাকষা গ্রামের মেসার্স রাসেল ফুডের মালিক জাফরকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে পারকুলা গ্রামের মেসার্স লিটন বেকারির মালিক লিটন আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। বিএসটিআই খুলনার কর্মকর্তা ফিল্ড অফিসার তারিকুল ইসলাম (সিএম)সহ পাইকপাড়া ক্যাম্প পুলিশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২ দিন আগে