আলমডাঙ্গায় বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে বসতবাড়ি ভাঙচুর ও জোরপূর্বক জমিতে প্রাচীর নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা তানজিলুর রহমান। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ৫১নং দুর্লভপুর মৌজার আরএস ৯৪৩ দাগের ৬ কাঠা জমিতে তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। পাশের জমির মালিক মৃত দিদার আলীর তিন ছেলে হাসিবুল, নুরুল ও রকিবুল ইসলাম। অভিযোগ, সেনাবাহিনীর সদস্য হাসিবুল ইসলাম গত ২৪ জুন তার ভাইদের নিয়ে জোরপূর্বক ওই জমি দখলে নিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন।
বিষয়টি আদালতে গড়ালে স্থগিতাদেশ পাওয়া যায় এবং পুলিশ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপরও অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে প্রাচীর নির্মাণ শুরু করে বলে জানান তিনি। বাধ্য হয়ে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে পুনরায় কাজ বন্ধ করে।
সংবাদ সম্মেলনে তানজিলুর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত সেনা সদস্য ও তার ভাইয়েরা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে