আলমডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরধরে দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম।। আব্দুল হাকীম গ্রেফতার
আলমডাঙ্গার রায়লক্ষিপুর গ্রামের পূর্ব শত্রুতার জেরধরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম মামলার আসামী আব্দুল হাকীমকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ অক্টোবর শুক্রবার সকালে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ।
জানাগেছে, উপজেলার রায়লক্ষিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাইদুর রহমান, জিয়াউর রহমান ও শফিকুল ইসলামের সাথে একউ গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল হাকিম, মৃত গারীসুল্লাহর ছেলে আজিজুর রহমান ও আব্দুল হাকিমের ছেলে সুমনের সাথে বিরোধ চলে আসছিল। ১৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার সময় তাকে একা পেয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে হাকিম, আজিজুর ও সুমন। এসময় জিয়ার ভাই শফিকুল তাকে বাচাতে গেলে তাকেও মারধর করে রক্তাক্ত জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় জিয়া ও শফিকুলের বড় ভাই সাইদুর রহমান বাদী হয়ে ৩ জনের নামসহ অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। ১৪ অক্টোবর শুক্রবার সকালে আব্দুল হাকীমকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে। গতকালই তাকে সংশ্লিষ্ঠ মামলায় আদালতে সোপর্দ করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
২ দিন আগে