আলমডাঙ্গায় পাখিভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় দুচোর হাতেনাতে পাকড়াও
আলমডাঙ্গায় পাখিভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় দুচোর হাতেনাতে পাকড়াও। গণধোলাই শেষে পুলিশে দিয়েছে নওদাবন্ডবিল এলাকাবাসি। ২৯ ডিসেম্বর দুপুরে নওদাবন্ডবিল থেকে পাখিভ্যান চুরি করে নিয়ে পালানোর সময় দুচোরকে তাড়িয়ে ডামোস গ্রামে থেকে আটক করে পুলিশে তুলে দিয়েছে।
জানাগেছে, প্রায়ই শোনা যায় ভ্যান রেখে যাওয়ার কয়েক মিনিট পরই ভ্যান চালক চিৎতার করে কান্না করে তার পাখিভ্যান চুরি হয়ে গেছে। তেমনই করে ২৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের মোমিনের ছেলে আশরাফুল ইসলাম(১৮) প্রতিদিনের ন্যায় সকাল থেকে ভাড়া মেরে বাড়ি আসে। বাড়ির সামনে তার ব্যাটারি চালিত পাখিভ্যানটি রেখে বাড়ির ভেতরে যায়।
কিছুক্ষণ পর আশরাফুলের মা দেকতে পায় তার ছেলে ভ্যানটি যথাস্থানে নেই। একটু সামনে তাকিয়ে দেখতে পায় একটি ছেলে ভ্যানটি চালিয়ে নিয়ে যাচ্ছে আর একটি ছেলে বসে আসে। আশরাফুলের মার চিৎকারে ছুটে আসে প্রতিবেশিরা। মোটরসাইকেল নিয়ে পাখিভ্যানের পিছনে ধাওয়া করে।
শেষ পর্যন্ত ডামোস গ্রাম থেকে পাখিভ্যান চোর মুন্সিগঞ্জ জেহালা মোড়েরর মফিজুল হক টুলুর ছেলে সোহানুর রহমান সোহান(২২) ও ফুলবগাদী গ্রামের ইদগাপাড়ার হারুন আলীর ছেলে ফারুক হোসেন(২২)কে পাখিভ্যানসহ আটক করে। আটকের পর তাদেরকে গণধোলাই শেষে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। এবিষয়ে আলমডাঙ্গা থানার আশরাফুলের পিতা মোমিন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে