আলমডাঙ্গায় পাইকেরি মাদক বিক্রতার ৬ মাসসহ ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ
আলমডাঙ্গায় পাইকেরি মাদক বিক্রতার ৬ মাসসহ ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ সেপ্টেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গার কেশবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে পাইকারি মাদকব্যবসায়ি ইমাদুল হক (৩৯) নিজ গ্রামে বসেই পুরোদমে মাদকব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে আলমডাঙ্গা থানার এস আই সুব্রত বিশ্বাস ও এস আই শফিক কেশবপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। সে সময় কেশবপুরের আব্দুল্লাহ’র ছেলে রনিকে(২৫) মাদকদ্রব্যসহ আটক করা হয়।
পরে রনিরর স্বীকারুক্তি মোতাবেক পাইকারি মাদকবিক্রেতা মহাজন ইমাদুল হককে আটক করা হয়। ইতোপূর্বে ইমাদুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা সত্বেও বিষ্ফোরক আইনেও দুটি মামলা রয়েছে।
অন্যদিকে, মাদকসেবনের দায়ে আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল মান্নানকেও (২৮) আটক করা হয়।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমাদুল হককে ৬ মাসের, রনিকে ১০ দিনের ও আব্দুল মান্নানকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১ দিন আগে