আলমডাঙ্গায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আলমডাঙ্গায় ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:)১৪৪৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জিএম কামাল, উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল মসজিদের ইমাম মাসুদ কামাল, ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মাওলানা ওমর ফারুকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীগণ। এছাড়া আলমডাঙ্গায় বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় দিনটি পালন করা হয়েছে।