আলমডাঙ্গায় 'নজরুল কাব্যে কুরবানি' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 'নজরুল কাব্যে কুরবানি' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মে ২০২৫ খ্রি. শুক্রবার আসর পর আলমডাঙ্গা ইসলামিয়া একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইমদাদুল হক, কাজল আহমাদ ও নাদিউজ্জামান রিজভী।
নজরুলের ঈদ বিষয়ক কবিতা পাঠ করেন, আব্দুল্লাহ আল ইবতেসাম, তামজিদ হাসান আবির, সোহেল রানা, মুহাম্মাদ আব্দুল্লাহ, তাওহিদুজ্জামান, বেলায়েত হোসেন বিপু ও ইমদাদুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শারজিল হাসান ও আহমাদ আন নাফি।