আলমডাঙ্গায় ধানক্ষেত থেকে পানি কেটে নিতে নিষেধ করার ক্ষেত মালিককে কুপিয়ে জখম
আলমডাঙ্গা জামজামী মধুপুর গ্রামে ধান ক্ষেত থেকে পানি কেটে নিতে নিষেধ করার ধানক্ষেত মালিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শহিদুল ও শফির বিরুদ্ধে । ২৮ জানুয়ারী বিকালে মধুপুর গ্রাম সংলগ্ন মাঠে ধানক্ষেত মালিককে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে স্থানীয় লোকজন।
জানাগেছে, উপজেলার মধুপুর গ্রামের মৃত জমির উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে রইচ উদ্দিন জোয়ার্দ্দার গ্রাম সংলগ্ন মাঠে সেচ পাম্প দিয়ে চাষাবাদ করে। ওই সেচ পাম্প থেকে পানি নিয়ে একই গ্রামের নুর আলী মন্ডলের ছেলে শহিদুল ইসলাম ও শফি উদ্দিন জমি চাষাবাদ করে। সেচ পাম্প থেকে পানি নিলে বছরে বেশ কিছু টাকা সেচ পাম্প মালিককে দেওয়ার কথা থাকলেও শহিদুল ইসলাম ও শফি উদ্দিন টাকা দেন না।
এ বছর বোরো ধান লাগানোর আগে রইচ উদ্দিন সাফ জানিয়ে দেয় আমি তোমাদের দুই ভায়ের জমিতে পানি দিব না। তোমরা আমাকে টাকা দাও না। রইচ উদ্দিন বেশ কিছুদিন আগে ধান লাগিয়েছে। ধানে বিষ ও সার দিয়েছে।
গত ২৮ জানুয়ারী বিকালে ধানের জমিতে গিয়ে দেখে শহিদুল ও শফি তার জমি থেকে পানি কেটে নিয়ে তাদের নিজের জমি চাষ করছে। এসময় রইচ উদ্দিন নিশেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল হাসুয়া দিয়ে রইচ উদ্দিনের মাথায় ও নাকের উপর দুটি কোপ মেরে রক্তাত্ব জখম করে। রইচ উদ্দিনের চিৎকারে লোকজন ছুটে আসলে তারা দুই ভাই পালিয়ে যায়। পরে রইচকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করে। এবিষয়ে রইচের ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ছবি: রইচ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে