আলমডাঙ্গায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় মধ্যবয়সী নারীর মৃত্যু
আলমডাঙ্গায় হেডফোন কানে চালকের দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মধ্যবয়সী নারীর মৃত্যু হয়েছে। ২৫ মে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার বড় মসজিদের নিকট এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় মধ্যবয়সী নারী তহুরা খাতুনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।
দ্রæতগামী মোটর সাইকেলের ধাক্কায় নিহত তহুরা খাতুন আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের মালিথাপাড়ার মৃত সাত্তার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, তহুরা খাতুন বাড়ি থেকে বের হয়ে গলির মাথায় রাস্তার পাশে দাড়িয়ে প্রতিবেশির সাথে কথা বলছিল। এসময় আলমডাঙ্গার থেকে হেডফোন কানে দিয়ে দ্রæত গতিতে যাওয়ার মোটরসাইকেল চালক তহুরা খাতুনকে ধাক্কা দেয়। এময় তহুরা খাতুন ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। মোটরসাইকেল চালক খেজুরতলা গ্রামের বোরখান আলীর ছেলে রায়হান উদ্দিনও গিয়ে মোটরসাইকেল নিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খায়। সেও মারাত্মক আহত হয়। গুরুতর আহত তহুরা খাতুনকে প্রথমে আলমডাঙ্গার ফাতেমা হাসপাতালে নেওয়া হয় এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
এ ঘটনায় মোটরসাইকেল চালক খেজুরতলা গ্রামের বোরখান আলীর ছেলে রায়হান উদ্দিনও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলা আহত হয়ে চিকিৎসাধীন মারা যান। মোটরসাইকেল আরোহীও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে