আলমডাঙ্গায় দুর্গোৎসবের মণ্ডপগুলিতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপাররের প্রতিশ্রুতি
শরতের সুনীল আকাশে ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘ। জমিনে সাদা কাশফুল, চারপাশে ঢাকের তালে তালে বেজে উঠছে উৎসবের ডাক। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের মন্ত্রোচ্চারণে আলোকিত হয়ে উঠেছে আলমডাঙ্গা উপজেলার প্রতিটি পূজা মণ্ডপ। পৌরসভাসহ সর্বমোট ৩৫টি মণ্ডপে চলছে সাজসজ্জা আর ভক্তিমুখর শেষ মূহুর্তের আয়োজন।
এই প্রাণোচ্ছল পরিবেশে ২৪ সেপ্টেম্বর বুধবার আকস্মিকভাবে বিভিন্ন মণ্ডপে পৌঁছান চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা)। চারপাশে ভক্তদের ভিড়, ঝলমলে আলো আর ঢাকের বাদ্য ভেদ করে তাঁর উপস্থিতি যেন হয়ে ওঠে নিরাপত্তার প্রতীক, আশ্বাসের দৃঢ় হাত।
পুলিশ সুপার মণ্ডপে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন “শারদীয় দুর্গাপূজা কেবল এক সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ভ্রাতৃত্বের মহোৎসব। এখানে সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করে নেয়। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আলমডাঙ্গার মানুষ নিশ্চিন্ত থাকুন পূজার প্রতিটি মুহূর্তকে নিরাপদ ও আনন্দমুখর করে তুলতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। আমাদের একটাই লক্ষ্য শান্তি, সম্প্রীতি আর আনন্দের মেলবন্ধন।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম), পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।
জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হবে। মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীর পূজা-অর্চনার পর ২ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গোৎসব। এবছর আলমডাঙ্গা উপজেলায় ৩৫টি পূজা মণ্ডপের মধ্যে পৌরসভা এলাকায় রয়েছে ১৫টি মণ্ডপ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে