আলমডাঙ্গায় ডায়াবেটিস ও আমাদের দায়িত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে
আলমডাঙ্গায় ডায়াবেটিস ও আমাদের দায়িত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ও খতিবরা ওই সেমিনারে উপস্থিত ছিলেন। গত বুধবার বাদ এশা আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতি সম্মেলন কক্ষে সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় হাফেজ মওলানা শামছুল হকের কোরআান তেলওয়াতের মাধ্যমে সেমিনার এর শুরু হয়। সেমিনারারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা, আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি সম্মেলিত ঈমাম খতিব পরিষদের সাধারণ সম্পাদক মওলানা আকরাম হোসেন সাইরাফী। এছাড়াও উপস্থিত থেকে ডায়াবেটিসের ভয়াবহতা ও প্রতিরোধ বিষয়ে মতামত ব্যক্ত করেন মাওলানা শামছুল হক, মাওলানা মারফত আলী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা হয়রত আলী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোরশেদ আলম, মাওলানা মাকছুদুর রহমান, মাওলানা মাহাদী হাসান, মাওলানা কাজী আব্দুস সালাম প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে