আলমডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে স্বাধীনতা স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন এম এস জোহা কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক সাঈদ এম হিরোন, নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক সাহিদ শাহিন, সহকারি শিক্ষক ফকির চাঁদ, দেশ সেবা সংস্থার সিরাজুল ইসলাম, ঐশিকার সামাজিক উন্নয়ন সংস্থার আশরাফুল ইসলাম, এতিমখানার পরিচালক আব্দুল কাদের, হাফেজ রবিউল ইসলাম, মাহবুবুর রহমান, সমাজসেবা অফিসার ফিল্ড অফিসার সালমা আক্তার, শামিমা খাতুন, ইউনিয়ন সমাজকর্মি শহিদুল ইসলাম, রফিক, শহিদুল ইসলাম, হাফিজ, শামিম আলী, শহিদুল, খোদা বক্স, রুমা খাতুন, জহুরুলসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরে দুইজনকে ঋণের টাকা , একজনকে সুবর্ণ নাগরিক কার্ড ও ৪ জনকে কম্বল তুলে দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে