আলমডাঙ্গায় ছাদে কাপড় শোকানোর তার বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক সন্তানের জনকের মৃত্যু
আলমডাঙ্গায় ছাদে কাপড় শোকানোর তার বাঁধতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক সন্তানের জনকের মৃত্যু হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে গোলবাগানপাড়ায় এ ঘটনা ঘটেছে।
বিদ্যুতায়িত হয়ে মৃত রাব্বি হোসেন(২৯) ফরিদপুর গ্রামের আলফা মালিথা ছেলে। রাব্বি হোসেনের ৩ বছরের একটি কন্যা সন্তান সন্তান রয়েছে। সে আলমডাঙ্গা শহরের নুতন বাসস্টান্ডে আইরা কম্পিউটার নামে একটি বিকাশ ও ফ্লেক্সি লোডের ব্যবসা করতেন।
বেলগাছী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল হোসেন জানান, রাব্বি তার বাড়ির ছাদে কাপড় শুকানোর জন্য কাঁচা বাঁশ নিয়ে গিয়ে তার বাধতে যায়। দূর্ঘনা বশঃত বাঁশটি ঘরের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের উপর গিয়ে পড়ে। এসময় রাব্বি দ্রুত বাঁশটি বিদ্যুৎ লাইনের উপর থেকে সরাতে গেলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে। রাত ১০ টার দিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
৭ ঘন্টা আগে