আলমডাঙ্গায় চোরাই মালামালসহ ২ চোর আটক
আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই চোরকে আটক করেছে। ১২ এপ্রিল বুধবার সন্ধ্যায় তাদেরকে দুইটি পানির পাম্প(মটর) পাখি ভ্যান ও অনান্য কয়েকটি মালামালসহ আটক করে।
জানাগেছে, আলমডাঙ্গা শহরে বেশ কিছুদিন ধরে, বাসা বাড়িতে, দোকানে, নির্মানাধীন বাড়িতে চুরি হচ্ছে। দিন ও রাতে যখননি সুযোগ পাচ্ছে তখনই সুযোগ সন্ধানী চোরচক্র চুরি করছে। বিশেষ করে বাসা বাড়িতে পানি উঠানো পাম্প(মটর), লোহার রড, পাইপ, দোকানের মালামাল, পাখিভ্যান, সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে।
এরই সুত্রধরে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার পোড়াদাহ বাটাপাড়ার নুরুল হকের ছেলে অপূর্ব (৩১) ও এই জেলার কুমারখালী থানার উত্তর মিরপুর গ্রামের রেজাউল করীমের ছেলে নয়ন ইসলাম(২৪)কে আটক করে। আটকের পর তাদেও নিকট থেকে দুইটি পানি উঠানো পাম্প(মটর), একটি পাখিভ্যান, ৪টি সিমেন্টের খুটি তৈরী করা ছাচ উদ্ধার করে।
এবিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কেটে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা
১ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
১ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা
১ দিন আগে