আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ আগস্ট সকাল ১০টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, “ফ্যাসিবাদের কালো ছায়ায় সারা বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্দি হয়ে ছিল। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকারকে নির্মমভাবে দমন করা হয়েছে। যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে। এই অবৈধভাবে পাচার করা অর্থ দিয়েই তারা কানাডা ও বেগমপাড়ায় প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেছে। দেশের মানুষের ঘাম-রক্তে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তারা জনগণকে নিঃস্ব করেছে।
তিনি আরও বলেন, “ দেশের এই চুরি করা অর্থ দ্রুত ফিরিয়ে আনা গেলে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে অনেক দূর এগিয়ে যাবে। জনগণকে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্ত করা সম্ভব হবে। সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশের জনগণ প্রকৃত অর্থেই সুফল ভোগ করবে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে অন্যায়-ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব।”
সমাবেশে চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি- সেক্রেটারিগণ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে