আলমডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী জনি তালুকদার গ্রেফতার
আলমডাঙ্গার ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কাথলী গ্রামের গাঁজাসহ মাদক ব্যবসায়ী জনি তালুকদারকে গ্রেফতার করেছে। এসময় জনি তালুকদারের সহযোগী সনাতন গ্রামের খালেক পালিয়ে যায়। ৮ সেপ্টেম্বর রাতে সনাতন গ্রামের খালেকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার আইলহাস ইউনিয়নের সনাতন গ্রামের মৃত বাবর আলীর ছেলে খালেক (৫০) ও চুয়াডাঙ্গার সদর উপজেলার কাথলী গ্রামের শহিদুলের ছেলে জনি তালুকদার (২৪) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য কেনাবেচা করে আসছিল।
৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই প্রদীপ বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে সনাতন গ্রামের ব্যবসায়ী খালেকের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খালেক পালিয়ে গেলেও কাথলী গ্রামের জনি তালুকদারকে গ্রেফতার করে।
জনি তালুকদারের নিকট থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এবিষয়ে খালেকে পলাতক দেখিয়ে জনি তালুকদারসহ দুজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জনি তালুকদারকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে