আলমডাঙ্গায় করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ
সাম্প্রতিকী ডেক্স: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনা ভাইরাসের বিস্তার রোধে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে দিশারী নামে একটি সামাজিক সংগঠন।
গত ২৯ জুলাই বুধবার বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার ছাগলের হাট ও কাঁচাবাজারে দুই শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে সংগঠনটির কর্মীরা।
মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন ব্যবসায়ী আমির হোসেন দুলাল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাইকপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাদ আহমেদ, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম, আবুল হাসান, দুল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দিশারীর আহ্বায়ক আমির হামজা শান্ত, সদস্য টুটুল হোসেন, এনামুল হক, আজমুল হক, ফারুক হোসাইন, আফরিক হাসান আকাশ, ইনজামাম ইমন, ইশতিয়াক তন্ময়, রোকনুজ্জামান খোকন, মাহমুদুজ্জামান শিশির প্রমুখ।
এসময় পুরো বাজার ঘুরে ঘুরে শিশু, বৃদ্ধ ও নারীসহ নানা বয়সী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা। এছাড়া মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।
মাস্ক বিতরণকালে দিশারীর আহ্বায়ক আমির হামজা শান্ত samprotikee news এর প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতন হওয়া ও এক্ষেত্রে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য আমাদের এ প্রচেষ্টা। আমাদের পক্ষ থেকে এ ধরণের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় আমদানি নির্ভরতা কমাতে তেলজাতীয় ফসল আবাদ বাড়ানোর তাগিদ
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২: ১জন পলাতক
১ দিন আগে